সকাল নারায়ণগঞ্জঃ
আড়াইহাজার উপজেলায় ১২০০ পিস ইয়াবাসহ তারিকুল ইসলাম ডালি (৩০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার সঙ্গে থাকা মো: হোসেন, মো: সজীব মিয়া নামের দুই যুবক পালিয়ে যায়।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) মধ্য রাতে আড়াইহাজারের ফতেপুর বগাদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তারিকুল ইসলাম ডালি আড়াইহাজার ফতেপুর বাগদী এলাকার আ: রউফের ছেলে।
ডিবির ওসি এস এম আলমগীর হোসেন জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখার জন্য জেলার বিভিন্ন স্থানে ডিউটি করাকালে এসআই খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আড়াইহাজার ফহেপুর বাগদী চোরাস্তা এলাকায় থেহে এক যুবককে গ্রেফতার করেছে। এসময় তার সঙ্গে থাকা আরো দুই যুবক পালিয়ে যায়। তার কাছে থাকা ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয্।