সকাল নারায়ানগঞ্জঃ টেন্ডার সম্রাট জিকে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অস্ত্র আইনে করা মামলায় মামলায় সোনারগাঁয়ের জিকে শামীমের সাথে তার সাত দেহরক্ষীরও বিচার শুরু হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আদালত আগামী ২৬ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। এর আগে ২৭ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক এ চার্জশিট জমা দেন।
জিকে শামীম ছাড়াও এই মামলার অন্য আসামি হলেন- জিকে শামীমের সাত দেহরক্ষী
দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন,
সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।
আদালতের পেশকার জুয়েল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২০ সেপ্টেম্বর গুলশানের নিজ কার্যালয়ে সাত দেহরক্ষীসহ গ্রেফতার হন জিকে শামীম। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থপাচার আইনে তিনটি মামলা হয়। মামলার এজাহারে শামীমকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ মাদক ও জুয়ার ব্যবসায়ী বলে উল্লেখ করা হয়।