বন্দরে দিন দুপুরে আল-আমিন (৩৫) নামে আশা এনজিও এক কর্মকতার্কে বেদম ভাবে কুপিয়ে নগদ ১ লাখ ১০ হাজার ৩’শ টাকা ও একটি স্মাট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে স্থানীয় সন্ত্রাসীরা।
ওই সময় এলাকাবাসী মারাত্মক জখম অবস্থায় উল্লেখিত এনজিও কর্মকতার্কে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী জরুরী সেবা ৯৯৯ সংবাদ জানালে বন্দর থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোমবার (৯ জানুয়ারী) সকালে বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকায় ওই ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আশা এনজিও দড়ি-সোনাকান্দা ব্রাঞ্চের ম্যানেজার সাবিনা ইয়াসিন বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে স্থানীয় সন্ত্রাসী ইমনের নাম উল্লেখ্য করে ও ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বাদী সূত্রে জানা গেছে, আহত এনজিও কর্মকতার্ আল-আমিন দীর্ঘ দিন ধরে বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকায় অবস্থিত আশা এনজিও ব্রাঞ্চে চাকুরি করে আসছে। এ সুবাদে সোমবার বেলা ১১টায় এনজিও কর্মকতার্ আল আমিন দড়ি-সোনাকান্দাস্থ নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ এর বাড়ী সামনে গ্রাহকদের কাছ থেকে কিস্তির টাকা আদায় করার সময় একই এলাকার জামাল মিয়ার সন্ত্রাসী ছেলে ইমানসহ অজ্ঞাত নামা ২/৩ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে এনজিও কর্মকতার্ আল-আমিনের উপর অতর্কিত হামলা চালায়।
ওই সময় হামলাকারি সন্ত্রাসী ইমনসহ অজ্ঞাতনামা ২/৩ জন সন্ত্রাসী এনজিও কর্মকতার্ আল-আমিনকে বেদম ভাবে কুপিয়ে ও পিটিয়ে উল্লেখিত টাকা ও স্মাট ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আহত আল-আমিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। বিষয়টি জরুরী সেবা ৯৯৯ জানানো হলে কভর পেয়ে বন্দর থানার উপ-পরিদর্শক আবুল হাসান হাওলাদারসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর ছিদ্দিক জানান, আশা এনজিও কর্মকতার্ জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।