ফতুল্লা লঞ্চঘাটে ইজারাদারদের যোগসাজশে টোল আদায়ের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট ঘাটকে মাদকপাচারের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে।
দীর্ঘদিন ধরে ফতুল্লা মডেল থানা পুলিশ ওই চক্রটিকে গ্রেপ্তারের চেস্টা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওইচক্রটি ফতুল্লা লঞ্চঘাটে মাদকের চালান মওজুদ করেছে।
খবরের সত্যতা নিশ্চিত হয়ে শনিবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু, উপ-পরিদর্শকসজিব, সহাকরী উপ- পরিদর্শক সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা লঞ্চঘাটস্থ টোলঘরে চালায়। এ সময় সাড়ে চার কেজি গাঁজাসহ লঞ্চঘাটেরটোল আদায়কারী দু’জন ও তাদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- ফতুল্লা মডেল থানার নন্দলালপুর নাককাটা বাড়ীর জমিদারের বাড়ীর ভাড়াটিয়া মৃত আশরাফ উদ্দিনের পুত্র রতন(২২), দাপা ইদ্রাকপুর এলাকার হারিস মিয়ার পুত্র ইব্রাহীম খলিল ওরফে নাঈম (৩৩), ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর ফরহাদ হেসেনমিশু (৩২)। এদের মধ্যে মিশু ও নাঈম লঞ্চঘাট ইজারাদারদের টোল আদায়কারী।
ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, লঞ্চঘাট ইজারাদারদের যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদেরএকটি সিন্ডিকেট ঘাট কে মাদক পাচারের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে আসছিলো। দীর্ঘদিন ধরে তারা এই চক্রটিকে গ্রেপ্তারেরচেস্টা করে আসছিলো।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে দুটি ব্যাগে রাখা সাড়ে চার কেজি গাঁজাসহ ইজারাদর কতৃপক্ষের দুইজন তিন যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে তিনি জানান।