1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
চাষাঢ়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ যুবককে গ্রেফতার - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বশিষে উদ্দশ্যেে র্গামন্টেস শ্রমকি ফ্রন্টরে নতেৃবৃন্দরে নামেবভ্রিান্তকির সংবাদ প্রকাশরে প্রতবিাদ সংখ্যানুপাতিক হার (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের পুনর্বাসন দেশের জনগণ মেনে নিবে না পুলিশ ‍সুপারের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় নারায়ণগঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমানকে ভৎসনা করেছেন আদালত সেলিম খন্দকার খোকার মত্যুতে নারায়ণগঞ্জ সাংবাদিক উন্নয়ন ফোরামের গভীর শোক প্রকাশ জান্নাতুল বাকিতে ডা. রাশেদার দাফন সম্পন্ন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ-এর সাথে ইসলামী আন্দোলনের নেতৃকর্মীদের সাক্ষাত ইসলামী আন্দোলন নগর সাংগঠনিক সম্পাদকের মায়ের ইন্তেকাল বাস ভাড়া কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ

চাষাঢ়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ যুবককে গ্রেফতার

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১৯৫ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

চাষাঢ়া শহীদ মিনারের পিছনের অংশ থেকে ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সংস্থাটি দাবি করছেন, ‘গ্রেপ্তার ৫ যুবকসহ ১০ থেকে ১২ জনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সমবেত হয়েছে’।

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করেন। এ ঘটনায় সদর মডেল থানায় এসআই শফিকুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

 

গ্রেপ্তারকৃতরা হলো- বন্দর থানার ত্রিপিনিপুল এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. জামাল (৩২), সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের পরিমল চক্রবর্তীর ছেলে সুমন ওরফে কালু চক্রবর্তী (২৮), নারায়ণগঞ্জ সদরের নন্দিপাড়ার গোলাম মোস্তফার ছেলে শরীফ হোসেন (২৬), বন্দরের রূপসী আবাসিক এলাকার ওয়াসা গলির মৃত. আবুল কালামের ছেলে আল আমিন (২৭) ও নারায়ণগঞ্জ সদর থানার ডিএন রোডের মৃত আলমগীর হোসেনের ছেলে নাঈম হাসান পিয়াল (২৮)।

 

অভিযোগে উল্লেখ করা হয়, আসামীরা চাষাঢ়া শহীদ মিনারের পিছনে সুলতান বিরানীর সামনে ফাকা জায়গায় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে সমাবেত হয়। বিয়ষটি জানতে পেরে সদর মডেল থানায় এসআই শফিকুল ইসলাম অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫ থেকে ৭ জন আসামী পালিয়ে গেলেও আটক হন ৫ জন। পরে তাদের তল্লাশী করে লোহার তৈরি বাটযুক্ত ধারালো চাপাতি উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় ডাকাতির উদ্দেশ্যে সমাবেত হয়ে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেপ্তারের অভিযোগ এনে মামলা করা হয়।

 

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (ওসি) আনিচুর রহমান লাইভ নারায়ণগঞ্জকে জানান, গ্রেপ্তার ৫ যুবকের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড পেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL