দেশের বিভিন্ন স্থানে একাধিক হত্যা মামলাসহ ১০টির বেশি মামলার দীর্ঘদিনের পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলাশ গাজী ওরফে দাঁত ভাঙ্গা পলাশকে গ্রেফতার করেছে র্যাব-৩। ২৬ ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, কুড়িগ্রামের ভূরুঙ্গামারি থানায় গভীর রাতে মুখোশ পরে একই পরিবারের চার জনকে কুপিয়ে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলাশ গাজী। এছাড়াও একাধিক মামলায় যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত তিনি। পলাশ পটুয়াখালীর বাউফল নেমদীর মো. চাঁন্দু গাজীর ছেলে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম চালানোর পাশাপাশি ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ শুরু করেন। এরপর ২০১০ সালে তার নেতৃত্বে কয়েকজন সহযোগীসহ তিনি ভাড়াটে সন্ত্রাসীর একটি দল তৈরি করে রাজধানীসহ বিভিন্ন জেলার মহাসড়কে ডাকাতি, খুন, মারামারিসহ নানা অপরাধমূলক কার্যক্রম চালাতেন।
বিভিন্ন জেলায় একাধিক মামলা এবং ওয়ারেন্ট থাকায় তিনি নারায়ণগঞ্জ, কাঁচপুর, উত্তরা ও শ্যামবাজারসহ বিভিন্ন এলাকায় বাসা বদল করে পলাতক জীবনযাপন করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।