1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
বন্দরে মদ্যপ অবস্থায় টহলরত পুলিশের ওপর হামলার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বশিষে উদ্দশ্যেে র্গামন্টেস শ্রমকি ফ্রন্টরে নতেৃবৃন্দরে নামেবভ্রিান্তকির সংবাদ প্রকাশরে প্রতবিাদ সংখ্যানুপাতিক হার (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের পুনর্বাসন দেশের জনগণ মেনে নিবে না পুলিশ ‍সুপারের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় নারায়ণগঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমানকে ভৎসনা করেছেন আদালত সেলিম খন্দকার খোকার মত্যুতে নারায়ণগঞ্জ সাংবাদিক উন্নয়ন ফোরামের গভীর শোক প্রকাশ জান্নাতুল বাকিতে ডা. রাশেদার দাফন সম্পন্ন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ-এর সাথে ইসলামী আন্দোলনের নেতৃকর্মীদের সাক্ষাত ইসলামী আন্দোলন নগর সাংগঠনিক সম্পাদকের মায়ের ইন্তেকাল বাস ভাড়া কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ

বন্দরে মদ্যপ অবস্থায় টহলরত পুলিশের ওপর হামলার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৮৩ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

 

নারায়ণগঞ্জের বন্দরে মদ্যপ অবস্থায় টহলরত পুলিশের ওপর হামলার ঘটনায় মাহমুদুল হাসান শুভ (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে বন্দরের কুড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

 

ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে রাঙ্গলবন্দ বাসট্যান্ডে টহল দিচ্ছিলেন বন্দরের কামতাল তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিউল্লাহ। এসময় একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল নিয়ে একজন এ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি কোথায় যাচ্ছেন এবং তার পরিচয় জানতে চায় পুলিশ। মাহমুদুল হাসান নিজেকে চেয়ারম্যানের ছেলে বলে পরিচয় দেন এবং বিয়ে বাড়িতে এসেছেন বলে জানান। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

 

এর কিছুক্ষণ পরে শুভর নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশের পাঁচ সদস্য আহত হন। পরে এ ঘটনায় এএসআই শফিউল্লাহ বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন।

 

কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই শফিউল্লাহ বলেন, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে করে একজন দোকান থেকে কেনাকাটা করতে আসছিলেন। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করে দেওয়া ছেড়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই ওই যুবকের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়। তাদের সবার মুখ থেকেই অ্যালকোহলের গন্ধ বের হচ্ছিল।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক বলেন, গ্রেফতার শুভর বিরুদ্ধে চাঁদাবাজির মামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অসংখ্য অভিযোগ রয়েছে।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL