চালকের ছদ্মবেশে পিকআপযোগে বিভিন্ন পন্য পরিবহনের আড়ালে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করে আসছে মো. তাজুল মিয়া (৪৮)। এমন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দশপাইপ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১১।
এ সময় তার কাছ ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক সরবারহের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করে র্যাব। গ্রেপ্তারকৃত মো. তাজুল মিয়া ঢাকায় জেলার ডেমরা থানার পশ্চিম সানারপাড় এলাকার মৃত বিশু চৌধুরী @ মনার ছেলে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব-১১ এর মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃত মো. তাজুল মিয়া দীর্ঘদিন যাবৎ পিকআপ চালকের ছদ্মবেশে পিকআপযোগে বিভিন্ন পন্য পরিবহনের আড়ালে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা নিয়ে এসে নারায়ণগঞ্জ জেলাসহ এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।
তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা, ডিএমপি ঢাকার কদমতলী ও ডেমরা থানায় ৩টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নারাণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।