১৪নং ওয়ার্ডের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকা গুলোতে (দেওভোগ পানির ট্যাংকি, বোয়ালিয়াখাল, নাগবাড়ি শেষ মাথা এবং দেওভোগ জিউস পুকুর পারের শনি মন্দির ও গৌড়নিতাই মন্দির এবং বটতলা মোড়স্থ আলী আহাম্মদ চুনকা সড়কে) চুরি/ ছিনতাই/ মাদক সেবন এবং বিক্রয় কার্যক্রম দিন দিন বৃদ্ধি পেয়েছে। যা ১৪ নং ওয়ার্ডের সকল স্থানীয় ও বহিরাগত নাগরিক দের জন্য সমস্যার সৃষ্টি করছে।
রবিবার ২৭শে নভেম্বর ভোর ০৫-১২ মিনিটে দেওভোগ জিউস পুকুর পাড় গৌড়নিতাই মন্দির সংলগ্ন ছিনতাইকারীদের হামলার স্বীকার হন দুই পথচারীরা। এইসময় ছিনতাইকারীরা ঐ দুই পথচারীর নিকট থেকে মোবাইল,নগদ টাকাসহ সর্বস্ব লোট করে নিয়ে যান।
এই সকল চুরি/ ছিনতাই/ মাদক সেবন এবং বিক্রয় কার্যক্রম রোধে ১৪নং ওয়ার্ডের সকল সেচ্ছাসেবী ও সামাজিক সংঘঠন এবং ১৪নং ওয়ার্ডের সকল সচেতন নাগরিকদের কাছে বিনীত আবেদন অনুগ্রহপূর্বক সর্বোচ্চ শর্তকতা অবলম্বন করে এহেন অসামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত দোষীদের হাতে নাতে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করবার জন্য বিনীত অনুরোধ জানান ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির।
তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজে আরো জানান,১৪নং ওয়ার্ডের সর্বোস্থরের ভাই ও বোনদের কাছে আকুল অনুরোধ রাত ১১.০০ ঘটিকার পর কোথাও যদি সন্দেহ বশত সংঘবদ্ধ চক্র, কিশোর গ্যাং, মাদক সেবী ও বিক্রেতা, ছিনতাইকারী দেখেন তাৎক্ষণিক জাতীয় জরুরী সেবা নাম্বার- ৯৯৯ এক কল করুন সামাজিক সকল সমস্যা গুলো প্রতিহত করুন।
জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন-
গোলাম মোস্তফা রাসেল, পিপিএম(বার)
পুলিশ সুপার, নারায়ণগঞ্জ
০১৩২০০৯০৩০০
মোঃ আমীর খসরু
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) spnarayangonj@police.gov.bd
০১৩২০০৯০৩০৩
মোহাম্মদ নাজমুল হাসান
অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল)।
০১৩২০০৯০৩৪৭
আনিচুর রহমান মোল্লা
পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ, নারায়ণগঞ্জ সদর মডেল থানা) ocnrg@police.gov.bd
০১৩২০০৯০৩৭৭
মোহাম্মদ রিজাউল হক
পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ, ফতুল্লা মডেল থানা) ocfat@police.gov.bd
০১৩২০০৯০৪০৩