নারায়ণগঞ্জের মেট্রোহল ট্রাফিক পুলিশের অফিসের সামনে চলছে অবাধে মাদক ব্যবসা। আর এসব চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের প্রকাশ্য বিচরণে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। কেউ কিছু বললে তাদের ওপর নেমে আসে খড়গ।
সারাদেশে অবাধ বিস্তার লাভ করেছে মাদকের বেচাকেনা। এই সম্পর্কে জানার পরও প্রশাসন ভূমিকা পালন করছে নীরব দর্শকের মতো। যেন তাদের কিছু করার নেই।
যার কারণ রাজনৈতিক আশীর্বাদপুষ্ট ব্যক্তিবর্গ মাদক ব্যবসায়ীদের সহায়তা করে যাচ্ছে দিনের পর দিন। এতে প্রশাসনের পক্ষে সম্ভব হচ্ছে না মাদক ব্যবসায়ীদের সমূলে নির্মূল করা। এভাবেই পার পেয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা আর দেশজুড়ে ছড়িয়ে পরা মাদক চক্রের জাল ক্রমেই ঘন হচ্ছে।
নারায়ণগঞ্জের খানপুর মেট্রোহল এলাকায় ট্রাফিক অফিসের সামনে বিকাল হতে গভীর রাত পর্যন্ত চায়ের দুকানের সামনে লেগুনা স্ট্যান্ড বানিয়ে চলছে মাদক ব্যবসা ও মাদক সেবন।
অন্যদিকে মাদকের টাকা জোগার করতে ছিনতাই করে বেড়াচ্ছে এখানে থাকা মাদক সেবীরা।রাত বাড়লেই যখন সড়ক নিরব হয়ে যায় তখন মেট্রোহল দিয়ে কেও যাতায়াত করলেই ছিনতাইয়ের স্বীকার হচ্ছে এইসব মাদক সেবীদের কারনে।
মাদক বিক্রির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মাদক সেবকের সংখ্যা। ফলে সমাজে বিঘ্নিত হবে শান্তি, বিরাজ করবে এক বিশৃঙ্খল পরিবেশ। যত দ্রুত সম্ভব মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি। যাতে আগামী প্রজন্ম একটি সুন্দর সমাজে বেড়ে উঠার সুযোগ থেকে বঞ্চিত না হয়।