নারায়ণগঞ্জের রূপগঞ্জ মুড়াপাড়া বাজার এলাকা থেকে ডাকাত সর্দার সুমনসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব ১১। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র।
শুক্রবার (২০ অক্টোবর) ভোররাতে মুড়াপাড়ার মঠেরঘাট এলাকার লিনা পেপার মিলের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, দীর্ঘদিন যাবত ডাকাত সর্দার সুমন তার সহযোগীদের নিয়ে লিনা পেপার মিলে ডাকাতি করছিল। খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তার বেশ কয়েকজন সহযোগী পালিয়ে গেলেও ধরা পড়ে সর্দার সুমন এবং ডাকাতদলের অন্যতম সদস্য সুজন, রুবেল, সাজু, বাসুদেব ও আশিক। তাদের কাছ থেকে উদ্ধার করা করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে বাজার এলাকায় অবস্থিত ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে। এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।