ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডে (আজিমপুর এলাকায়) কৃষকের বাজার আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২১শে অক্টোবর।
এলাকাবাসীর জন্য নিরাপদ খাদ্যের সহজলভ্যতা এবং কৃষকের পণ্যের সঠিক মূল্যপ্রাপ্তি নিশ্চিতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের আওতায় ঢাকায় এলাকাভিত্তিক কৃষকের বাজার প্রকল্প বাস্তবায়ন করছে। এর অধীনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬টি কৃষকের বাজার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট কৃষকের বাজার কার্যক্রমটি বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে। প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক যাচাইকৃত ১০ জন কৃষক তাদের উৎপাদিত নিরাপদ সবজি এ কৃষকের বাজারে বিক্রয় করবেন।
আগামী ২১ অক্টোবর ২০২২ সকাল ৯.০০ টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডে আজিমপুর রোডে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার সামনে নেদারল্যান্ডস সরকারের সহায়তায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে কৃষকের বাজারটি উদ্বোধন করা হবে।