জেলার বন্দর থানা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ লিপি দাস (৩৪) নামক এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃত লিপি দাস জেলার বন্দর থানার আমিন আবাসিক এলাকার রঞ্জিত ঘোষের ষষ্ঠ তলার ভাড়াটিয়া অন্নাথ দাসের মেয়ে।
বুধবার (১৯ অক্টোবর) রাতে তাকে বন্দর থানার আমিন আবাসিক এলাকার রঞ্জিত ঘোষের ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে গ্রেপ্তর করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতের নিকট থেকে ২২’ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে সাতটার দিকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ” খ” অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ ফজলুল হকের নেতৃত্বে একটি দল বন্দর থানার আমিন আবাসিক এলাকার রঞ্জিত ঘোষের ষষ্ঠ তলায় গ্রেপ্তারকৃত লিপি দাসের ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় কাপড়ের ব্যাগে বিশেষ কায়দায় লুকানো জিপারের ভিতর থেকে ২২ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
নারায়নগঞ্জ জেলা “খ” অঞ্চলের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ফজলুল হক জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে ঢাকা- নারায়নগঞ্জের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকে।
ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।