1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
প্রেমিকার নিকট থেকে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক গ্রেফতার - সকাল নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
মমিনউল্লা ডেভিডের ২০তম মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো: শাকিল (২৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে ২৭ যানবাহন জব্দ, ২৯ মামলায় লাখ টাকা জরিমানা ১০ দিন যাবৎ নিখোঁজ ঝর্ণা বিশ্বাস সন্ধান চায় পরিবার  বশিষে উদ্দশ্যেে র্গামন্টেস শ্রমকি ফ্রন্টরে নতেৃবৃন্দরে নামেবভ্রিান্তকির সংবাদ প্রকাশরে প্রতবিাদ সংখ্যানুপাতিক হার (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের পুনর্বাসন দেশের জনগণ মেনে নিবে না পুলিশ ‍সুপারের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় নারায়ণগঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমানকে ভৎসনা করেছেন আদালত সেলিম খন্দকার খোকার মত্যুতে নারায়ণগঞ্জ সাংবাদিক উন্নয়ন ফোরামের গভীর শোক প্রকাশ

প্রেমিকার নিকট থেকে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক গ্রেফতার

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৭৩ Time View
  • সকাল নারায়নগঞ্জ

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রেমিকার নিকট থেকে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক প্রেমিক হাসান চৌধুরী (২২)কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

মঙ্গলবার (১৮ অক্টোবর)  রাতে তাকে ঢাকার ডেমরা থানার মাতুয়াইল মেডিকেল রোড থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাসান চৌধুরী ডেমরা থানার মাতুয়াইল মেডিকেল রোডের রিপন চৌধুরীর ছেলে।

 

এর আগে প্রতারনার শিকার তরুণী নিশাত তাবাসসুম জেসি (১৯) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।

 

মামলার বাদী জেসির দাবী দীর্ঘ ৮ মাস পূর্বে হাসান চৌধুরীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে  তার পরিচয় হয়। জেসি ফতুল্লার কোতালের বাগ মসজিদ এলাকার ছিদ্দিকুর রহমানের কণ্যা ও ধনিয়া কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ের  অনার্স  প্রথম বর্ষের  ছাত্রী । এক পর্যায়ে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ২১ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে  হাসান জেসিকে ফোন করে জানায় তার সাথে জরুরী কথা আছে এবং বাসায় কেউ আছে কিনা জানতে চায়। বাসায় পরিবারের সদস্যরা কেউ না থাকায়  হাসান জেসির বাসায় চলে আসে এবং দীর্ঘক্ষন নানা কথাবার্তা বলে। এক পর্যায়ে জেসিকে  হাসান বলে যে একটি বিয়ের অনুষ্ঠানে তার মা এবং বোন যাবে। সেজন্য কিছু স্বর্নালংকার দাবী করে। পরে জেসি এক টি কানের ঝুমকা, ৪ টি আংটি, হাতের চুরি, লকেট, চেইনসহ ৫ লাখ ৪৫ টাকার মূল্য মানের স্বর্নালংকার  হাসান চৌধুরী কে দিয়ে দেয়। জেসির দাবী তাকে  নেশা জাতীয় কোন দ্রব্য সেবন করিয়ে স্বর্নালংকার নিয়ে গেছে হাসান। পরবর্তীতে স্বর্নালংকার ফেরত চাইলে হাসান তা ফেরৎ না দিয়ে তালবাহানা করতে থাকে।

 

জেসির এ সকল দাবীর বিপরীতে গ্রেফতারকৃত হাসান জানায়, আইফোন কেনার জন্য তার প্রেমিকা জেসি তাকে দুই দফায় একটি আংটি ও একটি কানের ঝুমকা দিয়েছিলো। যা সে বিক্রি করে দুটি আইফোন ক্রয় করেছিলো। আংটি বিক্রি করেছে ২৬ হাজার টাকায় এবং কানের ঝুমকা বিক্রি করেছে ৫২ হাজার টাকায়। প্রথমে ২৬ হাজার টাকা দিয়ে যে আইফোনটি ক্রয় করেছিলো তা হাসানের উপর  রাগ করে জেসি  নিজেই ভেঙ্গে ফেলে। যার ফলে সে দ্বিতীয় দফায় কানের ঝুমকা দেয়। সেটা বিক্রি করে নিজের টাকা যোগ করে ৭৩ হাজার টাকা দিয়ে আরো একটি আইফোন ক্রয় করে হাসান। যা সে নিজে ব্যবহার করছে। এখন তাদের  সম্পর্কে টানপোড়ন হওয়ায় তার বিরুদ্ধে ৫ লাখ ৪৫ হাজার টাকা স্বর্নালংকার প্রতারণার মিথ্যে অভিযোগ এনে মামলা দায়ের করেছে।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা- জানায়, মামলার আসামীকে মঙ্গলবার রাত বারোটার দিকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। স্বর্নালংকার উদ্ধারের চেস্টা করা হচ্ছে।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL