1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
ফতুল্লায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হোসিয়ারী শ্রমিক নিহত মেহেদী হাসান হত্যা মামলার প্রধান আসামী প্রধান আসামী গ্রেফতার - সকাল নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
মমিনউল্লা ডেভিডের ২০তম মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো: শাকিল (২৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জে ২৭ যানবাহন জব্দ, ২৯ মামলায় লাখ টাকা জরিমানা ১০ দিন যাবৎ নিখোঁজ ঝর্ণা বিশ্বাস সন্ধান চায় পরিবার  বশিষে উদ্দশ্যেে র্গামন্টেস শ্রমকি ফ্রন্টরে নতেৃবৃন্দরে নামেবভ্রিান্তকির সংবাদ প্রকাশরে প্রতবিাদ সংখ্যানুপাতিক হার (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের পুনর্বাসন দেশের জনগণ মেনে নিবে না পুলিশ ‍সুপারের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় নারায়ণগঞ্জের সিভিল সার্জন মুশিউর রহমানকে ভৎসনা করেছেন আদালত সেলিম খন্দকার খোকার মত্যুতে নারায়ণগঞ্জ সাংবাদিক উন্নয়ন ফোরামের গভীর শোক প্রকাশ

ফতুল্লায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হোসিয়ারী শ্রমিক নিহত মেহেদী হাসান হত্যা মামলার প্রধান আসামী প্রধান আসামী গ্রেফতার

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৭৪ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

ফতুল্লায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হোসিয়ারী শ্রমিক নিহত মেহেদী হাসান হত্যা মামলার প্রধান আসামী প্রধান আসামী ওমর ফারুক (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার রাতে তাকে ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওমর ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগের মৃত দেলোয়ার হোসেনের পুত্র।

 

উল্লেখ্য যে চলতি বছরের ৩০ জুলাই শনিবার রাতে ফতুল্লার পশ্চিম দেওভোগ  মাদ্রাসার শেষ মাথা মিয়া পাড়াস্থ মৃত রজব আলী হাজীর মাঠের গলিতে ছুরিকাঘাত করে হত্যা করে হোসিয়ারী শ্রমিক মেহেদী হাসান (২১) কে।

 

এ ঘটনায় নিহতের বড় বোন মৌসুমী (২৯) বাদী হয়ে ঘটনার একদিন পর রোববার(৩১ জুলাই) দুপুরে আট জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জন কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

 

মামলায় আসামী করা হয়েছে গ্রেফতাকৃত ওমর (২৭) সহোদর ভাই সবুজ (৩০), একই এলাকার মজিবুরের পুত্র রাসেল @ ভাগিনা রাসেল (২১),  মাইকেল (২১), সীমান্ত (২২),  শান্ত @ কসাই শান্ত (২১),  জুব্বা (২৩), সঞ্চয় (২১) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন।

 

মামলায় উল্লেখ্য করা হয়, নিহত মেহেদী হাসান পশ্চিম দেওভোগ মাদ্রাসার শেষ মাথা মিয়া পাড়ার  একটি হোসিয়ারী কারখানায় কাজ করিয়া আসিতেছিলো। ৩০ জুলাই রাত দশটার দিকে কাজ শেষ করে বাসায় ফেরার পথে রাকিবের চায়ের দোকানের সামনে পৌছা মাত্র  পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকারীরা নিহত মেহেদী হাসান কে মৃত রজব আলীর  মাঠের গলিতে  নিয়ে যায়।

 

সেখানে নিয়ে গিয়ে মেহেদী হাসানকে এলোপাথারী মারপিট করিয়া ও ধারালো ছোরা, চাকু দ্বারা উপর্যপুরি আঘাত করে বুকের ডান পাশে ছোট বড় ১৪ টি গভীর ক্ষত  গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। হত্যা কারীরা মেহেদী কে  মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়।

 

স্থানীয় নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়,মেহেদী হাসান হত্যাকান্ডে আটজন কিলার হত্যার মিশনে অংশ নেয়। প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছে ২০২১ সালের ১৭ জুলাই ডেবিড গ্রুপ ও ওমর ফারুক গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত হয় ওমর ফারুকের ভাই ইমন।সে সময় আহত হয় ওমর ফারুক নিজে ও। সেই হত্যা মামলার এজাহার নামীয় আসামী ছিলো নিহত মেহেদী হাসান।  সেই মামলার চূড়ান্ত প্রতিবেদনেও নিহত মেহেদী হাসানের নাম রয়েছে। ধারনা করা হচ্ছে ইমন হত্যার প্রতিশোধ নিতেই মেহেদীকে হত্যা করা হয়েছে। নিহত মেহেদী হাসান ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগ মাদ্রাসার শেষ মাথা মিয়া পাড়ার  মোঃ শফিকুল ইসলামের পুত্র। মেহেদী হাসান ২০২১ সালের ১৭ জুলাই পশ্চিম দেওভোগস্থ নিহত ইমন হত্যা মামলার এজাহারনামীয় ও চার্জসিট ভুক্ত আসামী।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL