ফতুল্লা থেকে ফেনসিডিলসহ মো. ফয়সাল (২৪) নামক এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়ন্দা (ডিবি)পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. ফয়সাল ফতুল্লা মডেল থানার তল্লা আজমেরীবাগের মো. উজ্জল সরকারের পুত্র।
বুধবার রাতে তাকে ফতুল্লা মডেল থানার কায়েমপুর আব্দুল্লাহ এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানের সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে দশ বোতল ফেনসিডিল উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আটটার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক সৈয়দ রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা মডেল থানার কায়েমপুর আব্দুল্লাহ এন্টারপ্রাইজ নামক ব্যবাা প্রতিষ্ঠানের সামনের রাস্তায় অভিযান চালিয়ে দশ বোতল ফেনসিডিল সহ মো. ফয়সাল কে গ্রেফতার করে। ফেনসিডিল উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
অপরদিকে ফতুল্লা মডেল থানার বুধবার সন্ধ্যায় মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ ইমন কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত ইমন (৩২) ফতুল্লা মডেল থানার মাসদাইর সিদ্দকের বাড়ী সংলগ্ন শহিদুল ইসলামের পুত্র।