দেশে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের প্রাণহানি হয়েছে। এতে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩৮৮ জনে দাঁড়িয়েছে। এ সময়ে আরও ৪৫৬ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩১ হাজার ৬ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৬৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৯.৫৭ শতাংশে।
দেশে একদিনে নতুন করে করোনা থেকে সেরে উঠেছে ৪৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭১ হাজার ৭০০ জন।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
গত বছরের ডিসেম্বরের শেষে বিশ্বে ছড়াতে শুরু করে করোনার অতি সংক্রামক নতুন ধরন ওমিক্রন। তখন দেশে রোগী শনাক্তের হার বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুও বাড়তে থাকে।
সম্প্রতি দেশে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে ছিল। তবে গত কয়েক দিন ধরে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ।