নারায়ণগঞ্জের আমলাপাড়া সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন র্যাব কর্মকর্তারা।
সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় র্যাবের কর্মকর্তারা নগীরর পূজা মন্ডপ পরিদর্শন করেন।
র্যাব কর্মকর্তারা আমলাপাড়া সার্বজনিন পূজা মন্ডপ পরিদর্শন শেষে নগরীর অন্যান্য পূজা মন্ডপ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।
আমলাপাড়া সার্বজনিন পূজা মন্ডপের সভাপতি প্রবীর কুমার সাহা সকাল নারায়ণগঞ্জ কে জানান,প্রতি বছর ন্যায় এই বছরও আমরা জাকজমাটভাবে পূজা উদযাপন করছি। প্রতি বছরের মত এই বছরও আমাদের মন্ডপে মাননীয় সংসদ সদস্য শামীম ওসমান,পুলিশ,র্যাব সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা মন্ডপ পরিদর্শন করেছেন।
এই সময় উপস্থিত ছিলেন,আমলাপাড়া সার্বজনিন পূজা মন্ডপের সভাপতি প্রবীর কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্যামল সাহা সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।