নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন অতিরিক্ত ডিআইজি সাইদুর রহমান।
সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় তিনি নগীরর পূজা মন্ডপ পরিদর্শন করেন।
প্রথমেই তিনি রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন। এরপর আমলাপাড়া সার্বজনিন পূজা মন্ডপ পরিদর্শন শেষে নগরীর অন্যান্য পূজা মন্ডপ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি সারোয়ার, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম রাসেল, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার সোহান আহমেদ, আমলাপাড়া সার্বজনিন পূজা মন্ডপের সভাপতি প্রবীর কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্যামল সাহা সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।