1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
মা দূর্গার আগমনে শ্রী শ্রী শীতলা তাঁরা মায়ের মন্দির কমিটির পক্ষ থেকে শারদ শুভেচ্ছা - সকাল নারায়ণগঞ্জ
সোমবার, ১৯ মে ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
বন্দরে চাঞ্চল্যকর রাজিব হত্যার ঘটনায় প্রধান আসামি আয়াত ও সিফাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ৩ নং মাছ ঘাটে পুলিশের নাকের ডগায় চলছে মুসার ও টাকলা মনিরের অবৈধ জুয়ার আসর সিদ্ধিরগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনায় জড়িত আসামী লিটন ওরফে লিটাকে গ্রেফতার করেছে র‍্যাব-১১  বিধ্বস্ত দেশটাকে নতুন করে গড়ে তুলতে হবে – গিয়াস উদ্দিন  টানা দেড় ঘণ্টার ঝুম বৃষ্টিতে তলিয়ে যায় অধিকাংশ সড়ক ফতুল্লায় ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা, র‍্যাব-১১ এর অভিযানে আসামি গ্রেফতার  আইজিপির সাথে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ ফতুল্লায় চুরি হওয়া ৪ মাসের বাচ্চাকে র‍্যাব-১১ ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধারসহ ২জন আসামি গ্রেফতার  না:গঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুস্থ পরিবার একটি উন্নত রাষ্ট্রের রুপকার

মা দূর্গার আগমনে শ্রী শ্রী শীতলা তাঁরা মায়ের মন্দির কমিটির পক্ষ থেকে শারদ শুভেচ্ছা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১২২ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

মা দূর্গার আগমনে শ্রী শ্রী শিব,শীতলা তাঁরা মায়ের মন্দির কমিটি এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে শারদ শুভেচ্ছা এবং আমন্ত্রণ।

 

মন্দিরের সভাপতি শ্রী ননী গোপাল সাহা এবং সাধারন সম্পাদক শ্রী সঞ্জিত রায় পূজার শুরু থেকে শেষ পর্যন্ত সকল অনুষ্ঠানে নারায়ণগঞ্জবাসীকে সুহৃদয়ে উপস্থিতি এবং সক্রিয় সহযোগিতা কামনা ও আমন্ত্রন জানান।

 

শ্রী শ্রী সার্ব্বজনীন দূর্গা পুজা কমিটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন নব উদয়ন সংগঠন এবং ধন্যবাদান্তে নারায়নগঞ্জ সদর উপজেলা সেলুন মালিক সমিতি।

 

এছাড়াও উক্ত কমিটিতে রয়েছেন উপদেষ্টামন্ডলীঃ শ্রীরামানন্দ দাস, শ্রী শান্তিরঞ্জন দাস, শ্রী রতন চন্দ্র শীল, শ্রী পনকজ রায়, শ্রী অমল দাস, শ্রী নারায়ণ দাস, শ্রী রঞ্জন চৌধুরী, শ্রী সত্যজিৎ পাল সাধু (মহাজোট), শ্রী নয়ন সাহা (মহাজোট), শ্রী খোকন সাহা (মহাজোট), শ্রী শোভন দাস (মহাজোট), শ্রী তপন ধর (মহাজোট), শ্রী ভজন সাহা (মহাজোট), শ্রী তাপস স্যার, শ্রী দিলীপ কুমার দাস, শ্রী উমেশ মজুমদার, শ্রী নিমাই ঘোষ, শ্রী বিশ্বজিৎ সাহা, শ্রী নিতাই মন্ডল, শ্রী সাধন দাস, শ্রী বঙ্গ সরকার, শ্রী সুরেশ সরকার,শ্রী মানিক চন্দ্র সরকার, শ্রী নয়ন সাহা, শ্রী চিনি দাস, শ্রী সুনীল লাল বেগী, শ্রী কিশোর লাল বেগী, শ্রী সজল চন্দ্র দাস, শ্রী বিশ্বনাথ দাস, শ্রী অমৃত লাল, শ্রী প্রতাব দাস, শ্রী আসলাম লাল বেগী, শ্রী স্বপন দাস।

 

(সভাপতি)- ননী গোপাল ভৌমিক,(সহ-সভাপতি)-শ্রী বিরাজু দাস,(সাধারণ সম্পাদক)-শ্রী সঞ্জিত রায়,(সহ-সাধারন সম্পাদক) -শ্রী পলাশ রাজবংশী,(কোষাধ্যক্ষ) -শ্রী অনুপ কুমার দাস,(সহ-কোষাধ্যক্ষ)-সোহেল বেগী,(সাংগঠনিক সম্পাদক) -সজিব দাস,শিপন দাস,মাসুম বেগী,সুমন সরকার, (সহ-সাংগঠনিক সম্পাদক) -সন্ধিপ দাস,সাগর বেগী,খোকন বেগী,(সহ-প্রচার সম্পাদক) -রকি দাস,তাপস দাস,শিশির দাস,রিংকু সাহা,ভুলন,তপু দাস,জয় দাস,অজিত দাস,রহিত দাস,সোহান সরকার,(দপ্তর সম্পাদক) -সাজেশ দাস,(সহ-দপ্তর সম্পাদক) -আকাশ দাস,রানা বেগী,রাকিব দাস,সাজু সূত্রধর,(আলোকসজ্জা)-সিম্পল দাস,সেরা দাস,বাপ্পি দাস,(মন্ডপ পরিচালনায়)-বলাই দাস,বিকি দাস,বিকাস দাস,বিশাল দাস,(পূজা পরিচালনায়)-গনেশ,পলাশ,রিদয়,(আপ্যায়নে)-বিজয় দাস,সুব্রত দাস,পিউস দাস,শান্ত দাস,শ্রাবন দাস,প্রীতম দাস,গুড্ডু দাস,প্রশান্ত দাস,অর্জুন দাস,শান্ত রায়,শ্রীমল দাস,(মন্ডপ সজ্জায়)-সাউন্ড সুমন,সোহেল,শুভ্র,শাকিল।

 

সার্বিক সহযোগীতায় ছিলেন উৎসব সমিতির পরিচালক অপু দাস।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL