রিচার্জেবল ব্যাটারি চালিত অবৈধ অটো রিক্সা ও মিশুক গুলো চলছেই প্রশাসনের নাকের ডগা দিয়ে।
সাধারণ রিক্সার সাথে বাজার থেকে কেনা ইউপিএস,ব্যাটারি এবং ছোট মটর সংযোগকারী এসব রিচার্জেবল ব্যাটারি চালিত অবৈধ অটো ও রিক্সার আধিপত্য এখন নারায়ণগঞ্জ জুড়ে। এর ফলে পায়ের সাহায্যে প্যাডেল দ্বারা রিক্সা চালানো কষ্ট বিধায় রিক্সা চালকগণ ব্যবহার করতে উৎসাহিত হচ্ছে এবং দ্রুতগামী বিধায় যাত্রীগণও আরোহনে সাচ্ছন্দ মনে করছে।এর ধারাবাহিকতায় বর্তমানে এধরনের রিচার্জেবল ব্যাটারি চালিত অবৈধ অটো ও রিক্সার হার দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
নারায়ণগঞ্জের ট্রাফিক বিভাগের পুলিশ প্রতিনিয়ত ১৫০-২০০ মিশুক ও অটোরিক্সা আটক করলেও এর বেশিরভাগ গাড়ি স্টিকার লাগানো দেখার পর ছেড়ে দিচ্ছে ট্রাফিক পুলিশ।
ট্রাফিক বিভাগের পুলিশ শহিদুল,শফিকুল,হাসান,বাশার প্রতিদিন ১০০-১৫০ গাড়ি আটক করলেও এই বিল যথাযথভাবে সরকারি কোষাগারে জমা হচ্ছে কিনা জানতে চাইলে তারা জানাতে রাজি হন না।
ভুক্তভোগী মিশুক চালকদের দাবি,স্টিকার লাগানো গাড়ি দেখলে পুলিশ সকল গাড়ি ছেড়ে দিলেও তারা আমাদের ১০০-২০০ কম থাকলেও গাড়ি ছাড়ছেনা ট্রাফিক পুলিশ।স্টিকার লাগানো গাড়ি ছেড়ে দিলে আমাদের গাড়িও হাফ বিলে ছাড়তে হবে।