এডভেঞ্চারল্যান্ড পার্ক দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২১-২২ এর উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ এসপি গোলাম মোস্তফা রাসেল।
রোববার (২ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স-এ এডভেঞ্চারল্যান্ড পার্ক দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২১-২২ এর শুভ উদ্বোধন করেন তিনি।
এসময় এডভেঞ্চারল্যান্ড পার্ক দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২১-২২ এর উপকমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফারুক বিন ইউসুফ পাপ্পু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম(বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।