ডেঙ্গুর আক্রমণে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন তিন জন। ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ায় রাজধানীর হাসপাতালগুলোতে অন্য রোগীদের ঠাঁই দেয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে।
খোদ ঢাকাতেই গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩২৮ জন। এ সময়ে ঢাকার বাইরে হাসপাতালে রোগীর সংখ্যা ছিল ১৫৪। স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্তের হার দাঁড়িয়েছে দ্বিগুণেরও বেশি।