প্রয়াত এম.পি আলহাজ্ব নাসিম ওসমান সাহেব এর একমাত্র দৌহিত্র, শ্রধ্যেয় আলহাজ্ব আজমেরী ওসমান সাহেব এর পুত্র আরহাম ওসমান আলিফের আজ শুভ জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সকাল নারায়ণগঞ্জ অনলাইন নিউজ পোর্টালের (প্রকাশক ও সম্পাদক) ছায়ানুর তালুকদার এবং (চীফ ফটোগ্রাফার ও উপদেষ্টা মন্ডলির সভাপতি) জামাল তালুকদার সহ সকাল নারায়ণগঞ্জ পরিবারবর্গ।
২৬ই সেপ্টেম্বর এমন দিনে সকলের মুখে হাসি ফুটিয়ে জন্ম নেয় ফুটফুটে শিশু আরহাম ওসমান আলিফ । দিনের পর মাস, মাসের পর বছর পেরিয়ে ১২ তম জন্ম বার্ষিকীতে পা রাখলো আলিফ।
সব সময় সুস্থ জীবন যাপনের মাধ্যমে একটি সুন্দর জীবন গড়ে তুলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এবং তারঁ পরিবারের মত আলিফ যেন আগামীতে নারায়ণগঞ্জবাসীর সুখ দু:খে পাশে থাকতে পারে।এ কামনায় ওসমান পরিবার এর দৌহিত্র আলিফের জন্মদিনে সকলের কাছে দোয়া চেয়েছেন সকাল নারায়ণগঞ্জ পরিবারবর্গ।