দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে চারজন। এ সময়ে শনাক্ত হয়েছে ৩৫০ জন। এর আগের দিন শনাক্তের সংখ্যা ছিল ৬২০, আর সে সময় মারা যায় একজন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
নতুন সাড়ে তিনশ জনসহ দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২১ হাজার ১১৮ জনে। আর নতুন চারজনসহ এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৩৫১ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬২ হাজার ৫১৪ জন। ২৪ ঘণ্টায় দুই হাজার ৬৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় দুই হাজার ৬৬৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।