দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। ২৪ ঘণ্টায় করোনায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছে ৬২০ জন রোগী। নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩৮ শতাংশ। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে ৬২০ জন রোগী। এ সময় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩৮ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা ২০ লাখ ২০ হাজার ৭৬৮ জন। মোট প্রাণহানি ২৯ হাজার ৩৪৭ জন।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬২ হাজার ১৬৪ জন।
দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ নতুন রোগী শনাক্ত হয়।
গত বছরের ডিসেম্বরের শেষে বিশ্বে ছড়াতে শুরু করে করোনার অতি সংক্রামক নতুন ধরন ওমিক্রন। তখন দেশে রোগী শনাক্তের হার বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুও বাড়তে থাকে।
এ বছর ফেব্রুয়ারি থেকে আবার নামতে শুরু করে করোনা রোগীর সংখ্যা। গত জুন মাস থেকে করোনার সংক্রমণ আবার বাড়তে থাকে। পরে ধীরে ধীরে তা কমে এসেছে।