সমবেদনা জানাতে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মরহুম মতিউর রহমান বেপারীর বাড়িতে গেলেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জ বাজারস্থ মরহুম মতিউর রহমান বেপারীর বাড়িতে যান এবং শোকার্ত পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন মেয়র আইভী।
এ সময় মেয়র ডা. সেলিনা হায়াত আইভী শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
মেয়র আইভীর সাথে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কমারুল হুদা বাবু, যুবলীগ নেতা মিয়া মোহাম্মদ জামান, জুবায়ের, মাহাবুব ও জয়নাল আবেদীন প্রমূখ।
উল্লেখে, গত ৭ সেপ্টেম্বর মতিউর রহমান বেপারী ইন্তেকাল করেন।