এস এস সি পরিক্ষার্থীদের চলাচল সুবিধার্থে মানবিক যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে যানযট মুক্ত ধারাবাহিক কর্মসূচি’র দ্বিতীয় দিনে সড়কে দাঁড়িয়ে ট্রাফিকের ভূমিকায় দায়িত্ব পালন করেছে যুবলীগের স্বেচ্ছাসেবী কর্মীরা।
শনিবার (১৭সেপ্টেম্বর) সকাল ৯টা হতে বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ ও বন্দর বাজারস্থ সড়কে দাঁড়িয়ে এ যানযট মুক্ত কর্মসূচি পালন করা হয়।
এসময় কর্মসূচির গেঞ্জি গায়ে দিয়ে সড়কে দাঁড়িয়ে ট্রাফিকের ভূমিকায় দায়িত্ব পালন করেন,বন্দর থানা যুবলীগ নেতা মোঃ ডালিম হায়দার, যুবলীগ নেতা মোঃ শেখ মমিন, যুবলীগ নেতা মোঃ রাজু আহমেদ, সায়মন খান, নূর হোসেন(নুন্না), মোখলেস, আমিন, আরিফুল ইসলাম অপু, সাদ্দাম, মামুন, দুখু মিয়া, মাসুদ,রাকিব প্রমুখ।