1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
কৃষকদের পণ্যের সঠিক মূল্য প্রাপ্তি নিশ্চিতে নারায়ণগঞ্জের ১২ নং ওয়ার্ডে কৃষকের বাজার - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
করিডর বা বন্দর লিজ নয় সংস্কার নিয়ে ভাবুন : মোমিন মেহেদী নিরাপদ সড়ক ও যানজট নিরসনে মোবাইল কোর্ট অভিযান বন্দরে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ভূমি জরিপ কার্যক্রমে ডিজিটাল অগ্রযাত্রা, না:গঞ্জে EDLMS প্রকল্পভিত্তিক সচেতনতামূলক সেমিনার  রুপগঞ্জ থেকে ৫২ কেজি গাঁজা ও ৫২০ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ  ২নং রেল গেইট স্টেশন মার্কেটে চলছে অবৈধ মাদক ব্যবসা রয়‍্যাল টোবাকো কোম্পানীকে ৫ লক্ষ টাকা জরিমানা ও ১জনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড বন্দরে চাঞ্চল্যকর রাজিব হত্যার ঘটনায় প্রধান আসামি আয়াত ও সিফাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা”—এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে অভিযান ৩ নং মাছ ঘাটে পুলিশের নাকের ডগায় চলছে মুসার ও টাকলা মনিরের অবৈধ জুয়ার আসর

কৃষকদের পণ্যের সঠিক মূল্য প্রাপ্তি নিশ্চিতে নারায়ণগঞ্জের ১২ নং ওয়ার্ডে কৃষকের বাজার

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬২ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার উন্নয়নে মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নিরলসভাবে কাজ করে চলেছেন। এরই ধারাবাহিকতায় নগরবাসীর নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরে দুটি কৃষকের বাজার স্থাপনের উদ্যোগ করা হয়েছে।

 

ইতোমধ্যে ১৫ নং ওয়ার্ডে কৃষকের বাজার উদ্বোধন হয়েছে এবং কার্যক্রম চলমান রয়েছে। ভোক্তা ও কৃষকের উপকার নিশ্চিতের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ের পাশে খানপুর, ডন চেম্বারে নগরের দ্বিতীয় কৃষকের বাজারটি আজ উদ্বোধন করা হলো।

আজ ১৬ সেপ্টেম্বর ২০২২ সকাল ৯.০০টায় নেদারল্যান্ডস সরকারের সহায়তায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডে কৃষকের বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

কৃষকের বাজারটি উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ড নং ১২ এর কাউন্সিলর শওকত হাসেম শকু। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জিয়াউর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার পরিচালক গাউস পিয়ারী।

 

আরো বক্তব্য রাখেন মিনোয়ারা বেগম, সংরক্ষিত কাউন্সিলর, ওয়ার্ড নং-১০,১১,১২, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, কে এম ফরিদুল মিরাজ, প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জাভিয়ে বোয়ান, সিনিয়র টেকনিক্যাল এডভাইজার, ঢাকা ফুড সিস্টেম প্রকল্প, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা; ফারজানা ইয়াসমিন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ; রূপালী খাতুন, অতিরিক্ত কৃষি অফিসার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস, সদর, নারায়ণগঞ্জ, রহিমা শরীফ মায়া, সমাজসেবক, নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ড নং ১২ এর কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, মাননীয় মেয়র সেলিনা হায়াৎ আইভীর নের্তৃত্বে নারায়ণগঞ্জের উন্নয়নে আমরা কাজ করছি। তার নির্দেশনায় এ বাজারটি আয়োজিত হচ্ছে।

 

কৃষকের বাজারে আগত সকল কৃষক কৃষি সম্প্রসারণ কর্তৃক বাছাইকৃত এবং নিয়মিত মনিটরিং করা হবে, যাতে পণ্যের মান নিশ্চিত করা যায়। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাকে এ কার্যক্রমটি বাস্তবায়নের জন্য আন্তরিক ধন্যবাদ।

 

মিনোয়ারা বেগম, সংরক্ষিত কাউন্সিলর, ওয়ার্ড নং-১০,১১,১২ বলেন, বর্তমানে বাজার বিষাক্ত ও অনিরাপদ খাবারে ভরে গেছে। সেখানে নিরাপদ খাবারের কৃষকের বাজার আমাদের জন্য একটি স্বস্তি। কৃষকদের প্রতি আমার আহ্বান, আপনারা এলাকাবাসীর চাহিদা অনুযায়ী পণ্য নিয়ে আসবেন। তাহলে ভোক্তা ও কৃষক উভয়ই উপকৃত হবে।

 

কে এম ফরিদুল মিরাজ, প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বলেন, নিরাপদ খাদ্যের সহজলভ্যতা নিশ্চিতে সিটি কর্পোরেশন নিরলস কাজ করছে। এরই ধারাবাহিকতায় হোটেলের খাবারের মান উন্নয়ন, ছাদবাগান, নগরকৃষি, কৃষকের বাজার বিভিন্ন বিষয়ে আমরা কাজ করছি। কৃষকের বাজারের মাধ্যমে যেন নগরবাসী নিরাপদ খাবার সহজে ও সুলভে পেতে পারেন, তা নিশ্চিত করতে হবে। নিরাপদ খাদ্য, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, নিয়মিত মনিটরিং ইত্যাদি নিশ্চিত করতে হবে।

 

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের সিনিয়র টেকনিক্যাল এডভাইজার জাভিয়ে বোয়ান বলেন, এটি নারায়ণগঞ্জের দ্বিতীয় কৃষকের বাজার। কৃষকের বাজার কার্যক্রমের মাধ্যমে আমরা নগরবাসীর কাছে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার পৌঁছে দেবার চেষ্টা করছি।

 

আমাদের প্রত্যাশা এ বাজার কৃষক ও ভোক্তা উভয়ের উপকার নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করবে।

 

এছাড়া আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড নং ১২ এর সচিব জনাব সিয়াম, বক্তাবলী ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মমিনুল হক, আবু সিদ্দিক ভূঁইয়া, ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের নারায়ণগঞ্জের ফুড সিস্টেম সিটি কো-অর্ডিনেটর মোঃ আনোয়ারুল ইসলামসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL