1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
করিডর বা বন্দর লিজ নয় সংস্কার নিয়ে ভাবুন : মোমিন মেহেদী নিরাপদ সড়ক ও যানজট নিরসনে মোবাইল কোর্ট অভিযান বন্দরে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ভূমি জরিপ কার্যক্রমে ডিজিটাল অগ্রযাত্রা, না:গঞ্জে EDLMS প্রকল্পভিত্তিক সচেতনতামূলক সেমিনার  রুপগঞ্জ থেকে ৫২ কেজি গাঁজা ও ৫২০ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ  ২নং রেল গেইট স্টেশন মার্কেটে চলছে অবৈধ মাদক ব্যবসা রয়‍্যাল টোবাকো কোম্পানীকে ৫ লক্ষ টাকা জরিমানা ও ১জনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড বন্দরে চাঞ্চল্যকর রাজিব হত্যার ঘটনায় প্রধান আসামি আয়াত ও সিফাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা”—এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে অভিযান ৩ নং মাছ ঘাটে পুলিশের নাকের ডগায় চলছে মুসার ও টাকলা মনিরের অবৈধ জুয়ার আসর

মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ Time View

সকাল নারায়নগঞ্জ

 

নারায়ণগঞ্জ সদর উপজেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের ১০নং ওয়ার্ড থেকে ১৮নং ওয়ার্ড পর্যন্ত প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ ২নং রেল গেইট সংলগ্ন জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের ১০নং ওয়ার্ড থেকে ১৮নং ওয়ার্ড পর্যন্ত প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি শ্রী সুব্রত পুরকায়স্থ।

 

শ্রী সুব্রত পুরকায়স্থ বলেন, যারা কাজ করবেন তারাই আগামী দিনের নেতা হবে। আমাদের কেন্দ্রীয় নেতাদের স্বজনপ্রীতির সুযোগ নেই। রাজনীতি করতে এসেছি, শেখ হাসিনার নির্দেশে, স্বেচ্ছাসেবকলীগের সভাপতির নির্দেশে।

 

আপনাদের মাধ্যমে নারায়ণগঞ্জে ইতিহাসে সবচেয়ে ভালো এবং ফ্রেশ কমিটি উপহার দিবো। যারা স্বেচ্ছাসেবকলীগ করবেন তাদের আগে জানতে হবে মূলমন্ত্র কি? সেবা, শান্তি প্রগতি। এ মানু্ষকি মনোভাব রেখেই আমরা কাজ করবো।

 

তিনি আরও বলেন, সদস্য ফরম সকলের জন্যই উন্মুক্ত। কিন্তু আমরা সাবেক ছাত্র নেতা ও ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত থেকে যারা রাজপথে ছিলেন তাদের সদস্য হবার আহবান জানাচ্ছি।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উপ মহিলা বিষয়ক সম্পাদিকা শ্রীমতী উর্মি ঢালী, জাতীয় পরিষদের সদস্য টিপু সুলতানসহ আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা, তাহের উদ্দিন ববি, ছগীর আহমেদ, গোলাম কিবরিয়া খোকন, ভিপি জামির হোসেন রনি, মো. আল-আমীন, সদর থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা, জুয়েল হোসেন, শফিকুল ইসলাম, কায়কোবাদ রুবেল, মহিলা সম্পাদিকা সাদিয়া সুলতানা , সালমা, এইচ এম রাসেল, কৃষ্ণ আচার্য, বানিক শেখ, এড. মো. নজরুল ইসলাম, মো. শরীফ মোল্লা, মো. রফিকুল ইসলাম জয় এহসানুল হক রাসেল, বাবুল দেওয়ান, নাজমুল হাসান, ইমরান রশীদ সহ সদর উপজেলা ও মহানগর এর অসংখ্য নেতৃবৃন্দ।

 

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL