আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় শুরু হবে পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদেরকে ৩০ মিনিট আগেই অর্থাৎ ১০টা ৩০ মিনিটের মধ্যে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে।
১৫ সেপ্টেম্বর বাংলা প্রথমপত্র দিয়ে শুরু হয়ে আগামী ১ অক্টোবর উচ্চতর গণিত পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শেষ হবে। এ বছর ৩ ঘণ্টার পরিবর্তে পরীক্ষা হবে ২ ঘণ্টা। এমসিকিউ পরীক্ষার সময় থাকবে ২০ মিনিট। আর রচনামূলক পরীক্ষার সময় নির্ধারিত হয়েছে ১ ঘণ্টা ৪০ মিনিট।
পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগেই পরীক্ষার্থীদের প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। এবার বিকালে কোনো পরীক্ষা নেওয়া হবে না।
শিক্ষামন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে। যা গত বছরের বছরের তুলনায় ২১ হাজার ৩৮৬ পরীক্ষার্থী কম।