নারায়নগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত রেকারে কমিউনিটি পুলিশের সাথে সাথে কিছু দালালের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এরা মিশুক চালকের সাথে কথা বলে টাকা নিয়ে ট্রাফিক ম্যানেজ করে গাড়ি ছেড়ে দেয়ার ব্যবস্থা করেন কোন রশিদ ছাড়াই।
সড়কে চলাচল করলে পুলিশ ধরে কিনা এ বিষয়ে জানতে চাইলে ১০-১২ জন অটো চালক বলেন, ভাই আমরা অল্প কিছুদিন হয় গাড়ি চালাই। এইসব গাড়ির মালিক সাংবাদিক (কথিত)।
পুলিশ ধরলে আমরা সাংবাদিককে (কথিত) ফোন করি তারপর পুলিশ আমাদের ছেড়ে দেয়।
তারা আরো বলেন,এই গাড়িরগুলোর মালিক সাংবাদিক,তারাই পুলিশকে ম্যানেজ করে। এজন্য আমাদের কোনো সমস্যা হয় না। আমরা ওই সাংবাদিকদের (কথিত) মাসে ১৫০০ করে টাকা দেই সেই পরিপ্রেক্ষিতে আমাদের গাড়িতে স্টিকার লাগিয়ে দেয়। এই স্টিকার লাগানো অবস্থায় আমাদের গাড়ি আটক করলে সেটা ছুটিয়ে নেয়ার জন্য ১৫০০ করে মাসোয়ারা নেয়।
মামুন নামে এক মিশুক চালক সকাল নারায়নগঞ্জকে বলেন,যাদের গাড়িতে স্টিকার লাগানো থাকে ট্রাফিক পুলিশ তাদের কে ছেড়ে দিলে আমাদেরটা কেন ছাড়ে না আমাদের গাড়ি কেন রেকারে ধরে নিয়ে আসে। তাদেরটা ছাড়লে আমাদেরটাও ছাড়তে হবে বল দাবি জানান।
এ বিষয়ে প্রশাসনের ব্যবস্থা গ্রহন করার জন্য আশা ব্যক্ত করেন।