কুতুবপুর ইউনিয়ন শ্রমিকলীগ গঠন কল্পে ৫ নং ওয়ার্ডে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর বাদ আসর কুতুবপুর ইউনিয়ন শ্রমিকলীগ নেতা ফেরদৌস আলম মিঠুর উদ্যোগে আমতলাস্থ মায়ের দোয়া কমিউনিটি সেন্টারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিকলীগ নেতা কামাল উদ্দিন দুলুর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সভাপতি পিয়াস আহম্মেদ সোহেল।
ফতুল্লা থানা শ্রমিকলীগের অন্যতম সদস্য মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সহসভাপতি মোঃ অহিদুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন রাজু,শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রিপন আকন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, শ্রমিকলীগ নেতা মোঃ জাফর দেওয়ান, শেখ মোঃ মজিবুর রহমান, উত্তর পুর্ব শাহী মহল্লা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ প্রমুখ। বক্তব্য রাখেন শ্রমিকলীগ নেতা মোঃ আল আমিন হাওলাদার, শরীফ মোল্লা সহ ৫ নং ওয়ার্ড শ্রমিকলীগের নেতৃবৃন্দ।