রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর একদিনে এটিই সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।
রোববার সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে দেয়া তথ্য মতে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১১ শ’ জন। রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ ৩৬০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮ হাজার ৭৫০ জনে। এরমধ্যে সেপ্টেম্বরের ১১ দিনেই আক্রান্ত ২ হাজার ৫৬৯ জন। নতুন আরো একজনসহ মৃত্যু হয়েছে ৩৩ জনের।
এছাড়া হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ২৩৯ জনই ঢাকার বাসিন্দা। এ সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১২১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকাদের মধ্যে ৮৯৩ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন সর্বমোট ২৩৫ জন রোগী।
এদিক, ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে অভিযানে নেমেছে ঢাকার দুই সিটি করপোরেশন। সকালে গুলশান এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে অভিযানে যায় ভ্রাম্যমান আদালত। এসময় নির্মাণাধীন ভবনে মেলে অসংখ্য এডিসের লার্ভা। করা হয় মোটা অঙ্কের জরিমানা।