নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ১৬ জুনের বোমা হামলায় পা হারানো চন্দন শীল।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় দলের মনোয়ন বোর্ডের ঘোষনায় নারায়ণগঞ্জে নাম আসে চন্দন শীলের।
রাত সাড়ে ১০টায় বাবু চন্দন শীলকে মুঠোফোনে অভিনন্দন ও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক এবং মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
মুঠোফোনে দুইজনের মধ্যে দলীয় ব্যক্তিগত আলাপচারিয়া হন বলে জানান আনোয়ার হোসেনের ভাতিজা সাফায়েত হোসেন শুভ। আনোয়ার হোসেনকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন চন্দন শীল।