সরকারের নির্দেশনা অনুযায়ী সি.এন.জির লক চেঞ্জ করার কথা বলার পরও নারায়ণগঞ্জের বেশিরভাগ স্ট্যান্ডে লক্ষ্য করা যায় তারা কেও সরকারের নির্দেশনা অনুযায়ী লক চেঞ্জ করছে না।
এতে করে সাধারণ জনগন জিম্মি হয়ে পড়েছে সি.এন.জি চালকদের কাছে। নারায়ণগঞ্জের সর্বত্র লক্ষ্য করা যায় কিছু ছিনতাইকারী সি.এন.জি ব্যবহার করা ছিনতাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে এতে করে যাত্রী চাইলেও নিজে থেকে লক খুলে বাচতে সক্ষম হচ্ছে না।
চাষাড়া সোনালী ব্যাংক থেকে ধরে সমবায় মার্কেট,১ নং রেল গেইট,শহীদ মিনারের পাশে, মন্ডল পাড়া পুল, প্রতিদিন রাস্তায় যানজট করে সি.এন.জি স্ট্যান্ড বসানো হয়েছে। এদেরকে ট্রাফিক পুলিশরা দেখে ও না দেখার ভান কেন করে পথচারীদের অভিযোগ। ফুটপাত উঠানোর পরে এখন সি.এন.জি স্ট্যান্ড গড়ে তুলা হয়েছে।
শুক্রবার বিকালে চাষাড়া সমবায় মার্কেটের সামনে সরেজমিনে দেখা যায়, উক্ত স্থানে রাখা একটি সি.এন.জি ও সরকারের নির্দেশনা অনুযায়ী লক চেঞ্জ করেন নি।বরং সি.এন.জি চালকদের এ ব্যাপারে জিজ্ঞাসা করলে বিভিন্ন রকম তাল বাহানা দিয়ে কথা কাটিয়ে যায়।
এ ব্যাপারে সাধারন জনগনের দাবী, সরকার এবং প্রশাসন যাতে অতি শীঘ্রই এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহন করেন।