1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ৩ জনের বিরুদ্ধে মামলা - সকাল নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
২ ট্রাক পরিমাণ ব্যানার, সাইনবোর্ড অপসারণ ও বিজিবি ক্যাম্পের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ বন্দরে ৯৭ বোতল ফেন্সিডিলসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১১  চাষাড়া শহীদ মিনারে মারামারি, পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ  লিংকরোডে মানববন্ধন ফতুল্লায় কিশোর মুরাদ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাসুমকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার ১ম দিনের কার্যক্রম সম্পন্ন সংস্কার করে ছাত্র-জনতার আকাঙ্খা অনুযায়ী রাষ্ট্রকাঠামো নিশ্চিত করেই নির্বাচনে যেতে হবে না:গঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের অনুকূলে ২ লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান ২ ট্রাক পরিমাণ ব্যানার, সাইনবোর্ড অপসারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ নিবন্ধনের সময় বৃদ্ধির দাবি নতুনধারার

লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ৩ জনের বিরুদ্ধে মামলা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৩ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

জীবন রক্ষাকারী মেডিকেল গ্যাস সরবরাহ নিয়ে প্রতারণা করায় লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে খন্দকার এরশাদ জাহান নামে এক ডিষ্ট্রিবিউটর।

 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বদিউজ্জামানের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত বাদী পক্ষের শুনানী গ্রহন করে বিবাদীদের প্রতি সমন জারী করেন।

 

বিবাদীরা হলেন- লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সুজিত পাই, ম্যানেজিং ডিরেক্টরের উপদেষ্টা এরফান সিহাবুল মতিন এবং গ্যাস বিজনেস এর হেড চৌধুরী নুরুর রহমান।

 

বাদী পক্ষের আইনজীবী মোঃ হাবিবুর রহমান জানান, লিন্ডে বাংলাদেশ লিমিটেড নামক জার্মানির কোম্পানী যা পূর্বে বাংলাদেশ অক্সিজেন কোম্পানী (বিওসি) নামে পরিচিত ছিলো।

 

সেই কোম্পানী তার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর কে উদ্দেশ্য প্রনোদিত ও বে-আইনীভাবে বিগত জুন মাসের শেষের দিক থেকে সব ধরণের ইন্ডাস্ট্রিয়াল এবং জীবন রক্ষাকারী মেডিকেল গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।

 

এতে টঙ্গী, ময়মনসিংহ, রংপুর, বগুড়া, রাজশাহী, খুলনা, যশোর এবং বরিশালসহ ৯টি ডিপোর আওতাধীন বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে জীবন রক্ষাকারী অক্সিজেন গ্যাসের তীব্র সংকট দেখা দেয়।

 

তিনি আরো জানান, গত বছরের ২৪ জুন ট্রাক যোগে ৭৬৫টি খালি সিলিন্ডার নিয়ে বাদী বিবাদীদের মালিকানাধীন নারায়নগঞ্জের রূপগঞ্জ থানাধীন মোহনা ধুপতারা নামক স্থানে অবস্থিত “লিন্ডে বাংলাদেশ লিমিটেডে” গ্যাস নিতে আসেন।

 

এসময় বিবাদীরা বাদীর নিজস্ব ট্রাক আটক রেখে ভাড়া ট্রাক দুটি কারখানা থেকে বের করে দেয়। এতে বাদীর দৈনিক প্রায় ৫ লাখ টাকা ক্ষতিসাধিত হয়। ওই সময় থেকে ৭৬ দিনে অর্থাৎ  বুধবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত বাদীর তিন কোটি আশি লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ক্ষতি অব্যাহত রয়েছে।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL