1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
কাশীপুর বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত - সকাল নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি- মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠযুব সংগঠকের পুরস্কার তুলে দিলেন জেলা প্রশাসক আরাফাত রহমান কোকোর ৫৬তম জম্মদিনে মহানগর বিএনপির দোয়া পথশিশুদের নিজ হাতে খাবার খাওয়ান: এড. টিপু..  শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালনে পূজা পরিষদের মতবনিময় সভা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জেছাত্র ফ্রন্টের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্ম দক্ষতা, জনকল্যাণমুখী ও মানবিকতা কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বর্তিক ও নাট্য প্রতযিোগতিা অনুষ্ঠতি সমাজতান্ত্রকি ছাত্র ফ্রন্ট, এই ঘোষণা নব্য ফ্যাসিস্টদের জন্মচিৎকার : মোমিন মেহেদী

কাশীপুর বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৩ Time View
  • সকাল নারায়নগঞ্জ

 

মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও চাঁদাবাজ প্রতিরোধ কল্পে কাশীপুর বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ফতুল্লার কাশীপুর ইউনিয়নের নুর মসজিদ সংলগ্ন বালুর মাঠে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও চাঁদাবাজ প্রতিরোধ কল্পে কাশীপুর বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল হাসান।

 

প্রধান অতিথির বক্তবেয় নাজমুল হাসান বলেন, আজকে আপনাদের মধ্যে যে ঐক্যবদ্ধতা সৃষ্টি হয়েছে, আমি মনে করি জনতার এই ঐক্যবদ্ধতার সামনে সন্ত্রাসীর দাঁড়াতে পারবেনা। যখন পুলিশ আর জনতা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে তখন সন্ত্রাসীরা এ অপরাধমূলক কর্মকাণ্ড করতে সাহস পাবেনা। এই সমাজে কোনো অপরাধীর স্থান হবেনা তাদের স্থান হবে হাজতে।পুলিশ ও জনতার মেরুবন্ধনে সন্ত্রাস, মাদক, ও চাঁদাবাজ মুক্ত কাশীপুর গড়ে তুলবো।

 

তিনি আরো বলেন, রাত আটটার পর কোনো চাকরিজীবী, কিশোর, যুবক রাস্তার মোড়ে বা চায়ের দোকানে আড্ডা দিবেনা। এখনে নাকি বিল্ডিং তৈরি করতে হলে নিদিষ্ট দোকান থেকে রড সিমেন্ট কিনতে হয়। আপনারা তথ্য দিন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো, পুলিশ আপনাদের পাশে রয়েছে। সমাজের কল্যাণ ও মানবতার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কোনো সন্ত্রাসীকে এ সমাজে স্থান দেওয়া হবে না যারা ভালো মানুষ তারাই এ সমাজে স্থান পাবে। এলকার মানুষ সন্ত্রাসীদের বিরুদ্ধে জেগে উঠেছে। আমরা সম্মিলিত ভাবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহতো করবো।

 

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল এর সভাপতিত্বে ও কাশীপুর ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ড মেম্বার শামীম আহম্মেদ এর সার্বিক তত্বাবধানে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানার অফিসার ইনচার্জ রিজাউল হক, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, যুব ও ক্রীড়া সম্পাদক জে আর রাসেল, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক আমির উল্লাহ রতন, কাশীপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার এমদাদুল হক খোকা, কাশীপুর ইউনিয়ন ছাত্র লীগ নেতা কবির হোসেন সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL