নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে নগরীর সকলেই জানেন ইস্পাত কঠিন শক্ত মনের মানুষ হিসেবে। তার কঠিন নেতৃত্বের কারণে বারবারই নগরবাসী হাজারো বিরোধীতার পরও লাখো ভোটের ব্যবধানের প্রতিদ্বন্ধী প্রার্থীদের পরাজিত করে মেয়র হিসেবে জয়ের মালা পরিয়ে দিয়েছেন ।
সেই মেয়র যে একজন রক্তমাংশের সাধারণ মানুষ তিনি কঠিন নন তা প্রমাণ করতে বারবারই প্রতিবন্ধকতা উপেক্ষো করে ছুটে যান নিজস্ব আড্ডায় । রাজনীতি ও প্রটোকলের বাইরে বেড়িয়ে আবারো ছুটে এসেছেন শত বছরের ঐতিহ্যবাহী সেই বোস কেবিনের চায়ের আড্ডায়।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বোস কেবিনের সামনের কিছুক্ষনের জন্য খোলা আকাশের নীচে চায়ের কাপ হাতে নিয়ে জমপেশ আড্ডায় মেতে উঠেন মেয়র আইভী । এ সময় পুলিশের নিরাপত্তার মধ্যেও উপস্থিত অনেকের দৃষ্টি ছিলো কঠিন এই মানুষটি কতটা সাাধারণের মতো জাহাঙ্গির, লিটন, আরাফাতসহ অনেকের মাঝে বসে চা খাচ্ছেন।
এমন মন্তব্যও ছিলো অনেকের মুখে।
নগরীর সনাতন পাল লেন এর বোস কেবিনে চা খাচ্ছেন মেয়র আইভী এমন খবর আশেপাশে ছড়িয়ে পরলে ভীড় জমে যায় এক পলক মেয়র আইভীকে দেখার জন্য । তাই ভীড় জমে যাওয়ায় বেশীক্ষন আর বসে থাকতে নাই মেয়র ।
এ সময় মেয়র সেলিনা হায়াৎ আইভী উপস্থিত পরিচিত সকলের সাথে কুশল বিনিময় করেন ।