নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আজ সোমবার দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
উপজেলার মদনপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় পুলিশের সামনেই দু’গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এ সংঘর্ষে একজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নারায়ণগঞ্জের মদনপুরে আন্দিরপাড়ে আলিম গং ও সোহেল ও খলিল গ্রুপের সমর্থকদের মাঝে পূর্ব শত্রুতার জেরে এই সংঘর্ষ হয়। এসময় দুই পক্ষের অনেকে চাপাতি, রামদা, ছুরি, টেটাসহ দেশিয় অস্ত্র নিয়ে একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, পূর্ব শত্রুতার জেরেই তারা এই সংঘর্ষে লিপ্ত হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা ওইখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। সংঘর্ষে একজন আহত হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে এখনো আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।