পেশাগত দায়িত্ব পালনের সময় বিএমডিএর অসাধু কর্মকর্তা-কর্মচারী কর্তৃক রাজশাহীর এটিএন নিউজের রিপোর্টার Bulbul Habib ও ক্যামেরাপার্সনের Md Rubel Islam কে বেদম মারধর ক্যামেরা ও বুম ভাঙচুরসহ সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ,নিন্দা ও ঘৃনা প্রকাশ করেছেন সকাল নারায়ণগঞ্জ অনলাইন নিউজ পোর্টালের (প্রকাশক ও সম্পাদক) ছায়ানুর তালুকদার এবং (চীফ ফটোগ্রাফার ও উপদেষ্টা মন্ডলির সভাপতি) জামাল তালুকদার সহ সকাল নারায়ণগঞ্জ নিউজ পোর্টালের পরিবারবর্গ।
একই সাথে হামলাকারী সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি জোরালো অনুরোধ রইল।
জানা যায় সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে লাইভ চলাকালে এ হামলার ঘটনা ঘটে। পরে এর প্রতিবাদে মানববন্ধন করেন সাংবাদিকরা।
হামলার শিকার বুলবুল হাবিব জানান, সরকারি নির্দেশনা মোতাবেক সকাল ৮টায় অফিস শুরু হওয়ার কথা। সেই নির্দেশনা কতটুকু কার্যকর হয়েছে, সেটির খোঁজ-খবর নিতে সকালে তারা বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে (বিএমডিএ) যান। সকাল ৮টা ২০ মিনিটের দিকে বিএমডিএর নির্বাহী পরিচালক (ইডি) আবদুর রশিদ অফিসে প্রবেশ করেন। এর পরপরই তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন। বিনা অনুমতিতে কেন প্রবেশ করেছে এবং কেন ছবি তুলছে এই নিয়ে উত্তেজিত হয়ে ওঠেন তিনি।
বুলবুল আরও বলেন, একপর্যায়ে দ্বিতীয় তলায় তার দপ্তরে উঠে যান। কিছুক্ষণ পরে ৮ থেকে ১০ জন লোক আমাদের ঘিরে ধরে।এ সময় আমাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায় এবং ক্যামেরা ও এটিএন নিউজের বুম ভেঙে ফেলে। তাদের হামলায় আমার ক্যামেরাম্যান রুবেল গুরুতর আহত হয়। রুবেলের শক্ত কোনো কিছু দিয়ে তারা জোরে আঘাত করে। বর্তমানে তার অবস্থা গুরুতর। এমন অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩৩নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হবে।