1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
ইওইওসো’ এবং ‘রোয়ার’ এর নারায়ণগঞ্জ আউটলেট উদ্বোধন করেন সালমা ওসমান লিপি - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বেগম জিয়ার রোগমুক্তি কামনায় আমলাপাড়া সোসাইটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল  না:গঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ২৫০০ সামর্থ্যহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ, আরবলীগসহ বিশ্বসংস্থাগুলোকে ব্যবস্থা নিতেই হবে ফিলিস্তিনের গনহত্যা বন্ধের দাবিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যেনগর ভাবনা’র নাসিক প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান আগামীকাল বিক্ষোভ মিছিল ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একই পরিবারের ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১  ৫০০ অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন রেজা রিপন মানবিক শরিফুল ইসলামকে ইফতার উপহার BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা 

ইওইওসো’ এবং ‘রোয়ার’ এর নারায়ণগঞ্জ আউটলেট উদ্বোধন করেন সালমা ওসমান লিপি

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৯ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

উদ্বোধন হলো সাউথ কোরিয়ার ফ্যাশন-ফিউশন ব্রান্ড ‘ইওইওসো’ এবং ‘রোয়ার’ এর নারায়ণগঞ্জ আউটলেট।

 

নগরীর কালীরবাজার স্বর্ণপ‌ট্টির মোড়ে ‘আমান ভবন’ এর ২য় তলায় শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিক  উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জের মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।

 

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফকির মনিরুজ্জামান, ইওইওসো বাংলাদেশ লিমিটেডের ম্যানিজিং ডিরেক্টর মোনজারিন জামান, ফ্যাশন ব্রান্ড ‘রোয়ার’ এর সিইও মাহির হারুন প্রমুখ।

এখান থেকে আধুনিক পোশাকের পাশাপাশি দৈনন্দিন জীবনের পণ্য, গৃহস্থলীর জিনিসপত্র, দুর্দান্ত ব্যাগ, ডিজিটাল পণ্য, উপহার ও খেলনা সামগ্রী, ফ্যাশনারিজ, মৌসুমী পণ্য ও ইলেক্ট্রিকসহ ৫ হাজারের বেশি বিশ্ব মানের পণ্য পাবে নারায়ণগঞ্জবাসী।

 

‘রোয়ার’ এর সিইও মাহির হারুন বলেন, ঢাকার খুবই কাছে নারায়ণগঞ্জ। কিন্তু এখানে পোশাকের পাশাপাশি দৈনিক জীবনের ভালো মানের পণ্য খুবই কম পাওয়া যায়। ফলে কিছু কিনতে হলে ঢাকায় যেতে হতো। তাই আমরা নারায়ণগঞ্জে আউটলেট করেছি। যাতে এই অঞ্চলের মানুষের ঢাকায় যেতে না হয়।

 

২০১৪ সালে YOYOSO (BD) LTD নামের প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হয় সাউথ কোরিয়ায়। বর্তমানে চীন, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, মেক্সিকো, বাহরাইন, ব্রুনেই, জর্জিয়া, কুয়েত, ভারত, দক্ষিণ আফ্রিকা, হাঙ্গেরি, মঙ্গোলিয়া, ব্রাজিল, গুয়াতেমালা, ইকুয়েডর, ফ্রান্স, রাশিয়া, ইরাক, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, স্পেন, কাজাখাস্তান, আজারবাইজান, পাকিস্তান, কানাডা, নেপাল, পর্তুগাল, কাতার, কলম্বিয়াসহ বিশ্বের ৪০ দেশের ৩৮০ টিরও বেশি শহরে ইওইওসো লিঃ এর আউটলেট আছে।

 

দেশের স্বনাম ধন্য পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান ফকির এ্যাপারেলস লিমিটিডের একটি সহপ্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে ‘ইওইওসো বিডি’। প্রতিষ্ঠানটিকে ২০২০ সালের জুন মাসে বাংলাদেশে নিয়ে এসেছেন ইওইওসো বাংলাদেশ লিমিটেডের ম্যানিজিং ডিরেক্টর মোনজারিন জামান। বর্তমানে ঢাকার বনানী ও যমুনা ফিউচার পার্কে ইওইওসো বাংলাদেশের দু’টি আউটলেট রয়েছে। তৃতীয় আউটলেট হলো নারায়ণগঞ্জে।

আর ২০১৯ সালে পোশাকের ব্যান্ড ‘রোয়ার’ র যাত্রা শুরু হয়েছে ঢাকা থেকে। এখন দ্বিতীয় আউটলেট হলো নারায়ণগঞ্জে।

 

এসময় সালমা ওসমান লিপি জানান, এখানে ব্রান্ডের পণ্য কিন্তু দামে কম, সকল শ্রেণির ক্রেতা এখান থেকে কিনতে পারবে। নারায়ণগঞ্জে এমন প্রতিষ্ঠান নেই, এখন মোনজারিন জামানরা বাংলাদেশকে পরিবর্তন করতে এগিয়ে এসেছে। তাই তাদের প্রতি আমার দোয়া ও প্রত্যাশা রইলো।

 

প্রতিষ্ঠানটির ম্যানেজার তামান্না জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে প্রতিষ্ঠানটি।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL