1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
নির্বাচিত হওয়ার ৫ বছর চলে গিয়েছে, এখন আমি বোনাস দিনগুলো সময় কাটাচ্ছি-আনোয়ার হোসেন - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
করিডর বা বন্দর লিজ নয় সংস্কার নিয়ে ভাবুন : মোমিন মেহেদী নিরাপদ সড়ক ও যানজট নিরসনে মোবাইল কোর্ট অভিযান বন্দরে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ভূমি জরিপ কার্যক্রমে ডিজিটাল অগ্রযাত্রা, না:গঞ্জে EDLMS প্রকল্পভিত্তিক সচেতনতামূলক সেমিনার  রুপগঞ্জ থেকে ৫২ কেজি গাঁজা ও ৫২০ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ  ২নং রেল গেইট স্টেশন মার্কেটে চলছে অবৈধ মাদক ব্যবসা রয়‍্যাল টোবাকো কোম্পানীকে ৫ লক্ষ টাকা জরিমানা ও ১জনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড বন্দরে চাঞ্চল্যকর রাজিব হত্যার ঘটনায় প্রধান আসামি আয়াত ও সিফাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা”—এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে অভিযান ৩ নং মাছ ঘাটে পুলিশের নাকের ডগায় চলছে মুসার ও টাকলা মনিরের অবৈধ জুয়ার আসর

নির্বাচিত হওয়ার ৫ বছর চলে গিয়েছে, এখন আমি বোনাস দিনগুলো সময় কাটাচ্ছি-আনোয়ার হোসেন

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৪ Time View
  • সকাল নারায়নগঞ্জ

 

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার জন্য সকলের দোয়া করবেন। আমি রাজনীতি জীবনের মানুষের কল্যাণ কাজ করেছি। শেষ জীবনে আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মানুষের খেদমত করার সুযোগ চেয়ে ছিলাম।

 

তিনি আমাকে চিকিৎসাধীন অবস্থায় জেলা পরিষদের চেয়ারম্যান মনোনীত করেন। আপনাদের সকলের দোয়া ও ভালবাসা আমি প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার ৫ বছর চলে গিয়েছে, এখন আমি বোনাস দিনগুলো সময় কাটাচ্ছি। এর মধ্যে করোনা কারণে ২ বছর নষ্ট হয়েছে, কিন্তু তখনো মানুষের জন্য জেলা পরিষদ প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেছি।

 

এই হাজী আঃ হাকিম কন্ট্রাক্টর জামে মসজিদের তৃতীয় তলা নির্মাণের জন্য আহসান হাবিব আমার কাছে এসেছিলেন। তার চাহিদা মত তৃতীয় তলা নির্মাণ শেষে আজ উদ্বোধন করে মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি।

 

আনোয়ার বলেন, আমার জীবনে একটি লোভ ছিলো, মানুষের খেদমত করার। মহান আল্লাহ পাক আমাকে খেদমত করার সুযোগ করে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনের জন্য আপনাদের কাছে দোয়া চাই। কারণ, এই নির্বাচনে আমাকে যেনো দল থেকে মনোয়ন দেয়া হয়। আমার নেত্রী শেখ হাসিনার মন যেন নরম হয়, তাকে পুনরায় মনোয়ন দিয়ে আমার পরিকল্পিত জেলা পরিষদ রূপ দিতে পারি।

 

১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ আসর নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন দেওভোগের হাজী আঃ হাকিম কন্ট্রাক্টর জামে মসজিদের তৃতীয় তলা উদ্বোধন করেন করেন জেলা পরিষদের প্রশাসক মোঃ আনোয়ার হোসেন।

 

উপস্থিত ছিলেন, দেওভোগ মাদ্রাসার মোহতাম্মিম আবু তাহের জিহাদী, ইমাম আবুল খায়ের, মোতাওয়ালী ও মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ হায়দার আলী পুতুল, কাইয়ূম পারভেজ, আনিস আহম্মেদ, আব্দুর রশিদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, মোশাররফ হোসেন জনি ও ওমর ফারুক এপেন প্রমুখ।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL