ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এসময় আরও ১১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এরআগে শুক্রবার ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৪৬ জন।
এতে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৪৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৬৪ জন এবং ঢাকার বাইরে ৬৬ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৩৪৪।