ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
রোববার (২৪ জুলাই) মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ রাশেদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার রাতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এই নিয়ে তিনি তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে তিনি বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন।
মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী।
উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে প্রথমবার সস্ত্রীক করোনায় আক্রান্ত হন প্রবাসীকল্যাণ মন্ত্রী। গত বছর দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হন তিনি।