সকাল নারায়ণগঞ্জঃ
পাবলিক বিশবিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বর্ধিত আবেদন ফি প্রত্যাহার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পাবলিকের পূর্বে করার কার্যক্রম বন্ধ, জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষাখাতে বরাদ্দের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নারায়ণগঞ্জে ছাত্র সমাবেশ।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির বর্ধিত আবেদন ফি প্রত্যাহার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পূর্বে করার কার্যক্রম বন্ধ, শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫% বরাদ্দ করার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আজ সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুন্নী সরদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রাতুল, সহসভাপতি রীনা আক্তার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক নাছিমা সরদার।
বক্তারা বলেন, স্বাধীনতার পূর্বে ও পরে শাসকদের প্রণীত সবগুলো শিক্ষানীতি ছাত্র জনতা কর্তৃক প্রত্যাখাত হয়েছে। কারণ তাদের কোনটি ছাত্রদের গণতান্ত্রিক, সার্বজনীন শিক্ষার দাবি ও আকাঙ্খার সাথে সংগতিপূর্ণ ছিল না। সমাজের বৈষম্যের সাথে তাল মিলিয়ে বাড়ছে শিক্ষার বৈষম্য। অন্যদিকে শিক্ষার উদ্দেশ্য হয়ে পড়েছে টাকা রোজগার করা, মানুষ হওয়া বা জ্ঞানসাধনা নয়।
নেতৃবৃন্দ আরও বলেন, বাণিজ্যিকীকরণ-বেসরকারীকরণের নীতি নিয়ে চলছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাা। পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই আবেদন ফি বাড়ানো হচ্ছে। ঢাকা বিশবিদ্যালয়ে ভর্তির আবেদন ফি এ বছর ৩৫০ টাকা বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে, যা ছাত্র সমাজের আকাঙ্খার সাথে অসংগতিপূর্ণ। আবার পাবলিক বিশবিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হওয়ার আগে জাতীয় বিশ^বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়ার পায়তারা করা হচ্ছে, এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যয় অনেক বেড়ে যাবে।
নেতৃবৃন্দ বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব শিক্ষা প্রতিষ্ঠানই আজ টাকা যার শিক্ষা তার এই নীতির ভিত্তিতে পরিচালিত হচ্ছে। জুন মাসে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষিত হবে। বাজেটে শিক্ষা খাতে ২৫% বরাদ্দের দাবি করে আসছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে। চলতি অর্থ বছরে শিক্ষাখাতে মাত্র ১১.৬৯% বরাদ্দ হয়েছে।
আমাদের দেশের শাসকরা বরাবরই বাজেটে শিক্ষাখাতসহ স্বাস্থ্যা খাত, কৃষি খাতে প্রয়োজনের তুলনায় অনেক কম বরাদ্দ দিয়েছে। বিভিন্ন অনুৎপাদনশীল খাতে বরাদ্দ বেশি করা হয়। আগামী অর্থ বছরে শিক্ষা খাতে বাজেটের ২৫% বরাদ্দ দিতে হবে। নেতৃবৃন্দ ঢাকা বিশবিদ্যালয়সহ পাবলিক বিশ^বিদ্যালয়ে বর্ধিত আবেদন ফি প্রত্যাহার ও পাবলিক বিশ^বিদ্যালয়ে ভর্তির আগে জাতীয় বিশ^বিদ্যালয়ে ভর্তির কার্যক্রম বন্ধের দাবি করেন।