স্টাফ রিপোর্টার (আশিক): বন্দরে ছোট বাচ্চাদের খেলাধূলা বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে সদ্য দায়েরকৃত মামলার ৪নং আসামী সাইদুলের বসত বাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ।
শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বন্দর থানাধীন নাসিক ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়ালবাড়ী ঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই সকল দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করে পুলিশ। এ দিকে পুলিশের অভিযানের সংবাদ পেয়ে সাইদুলসহ অন্যান্যরা কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা মদনগঞ্জ ফাঁড়ি উপ-পরিদর্শক মহসিন জানান, আমিসহ আমার সঙ্গীয় ফোর্স গত শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় মামলার ৪নং আসামী সাইদুলের বসত বাড়ীতে অভিযান চালাই। অভিযান কালে তার ঘর তল্লাশী চালিয়ে মারামারি কাজে ব্যবহারকৃত বেশ কিছু দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করতে সক্ষম হই। অভিযানের উপস্থিতি টের পেয় সাইদুলসহ অন্যরা পালিয়ে যায়। মামলার সকল আসামীদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে।
উল্লেখ্য, গত কয়েক দিন পূর্বে ছোট বাচ্চাদের খেলাধূলা ও একটি মোবাইল সেট নিয়ে যাওয়াকে কেন্দ্র করে কলাগাছিয়া ইউয়িনের পুনাইনগর এলাকার টুটুল মিয়ার ছেলে আরমানের সাথে মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়া এলাকার সেরআলম ছেলে ইয়াছিনের সাথে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে গত শুক্রবার (২৯ জানুয়ারি) উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এ ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ঘর ভংচুরসহ উভয় পক্ষের আব্দুল বাতেন (৪৩) কবির হোসেন (৪১) আরিফ (২৩) সজিব (২৫) সুজন (২৪) রনী (২৩) সাকিব (২০) সাব্বির (২১) আরমান (২৩)সহ ১০ জন রক্তাক্ত জখম হয়।
এ ঘটনায় আহত কবির হোসেন বাদী হয়ে বন্দর থানায় ক্যাপ রোমান, শিপলু ও শিমুল ও সাইদুলসহ ১৬ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।