স্টাফ রিপোর্টার (আশিক): নারায়ণগঞ্জ সদর থানাধীন ৩ নং মাছঘাট এলাকা থেকে ১০০ কেজি অবৈধ জাটকা ইলিশ মাছ জব্দ করেছে সদর নৌথানা পুলিশ।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) ভোর ৬ টার দিকে সদর নৌথানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল আলমের নেতৃত্বে নারায়ণগঞ্জ ৩ নং মাছ ঘাট এলাকায় এই অভিযান চালিয়ে অবৈধ জাটকা মাছ জব্দ করা হয়।
এ বিষয়ে সদর নৌথানার ওসি শহিদুল আলম জানান, জাটকা ধরা আইনগত অপরাধ। নভেম্বর থেকে সারাদেশে শুরু হয়েছে জাটকা (বাচ্চা ইলিশ) আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা। চলবে বছরের ৩০ জুন মাস পর্যন্ত।
তিনি আরও জানান, এছাড়া সারাদেশে জাটকা নিধন বন্ধে অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান থাকবে।
এছাড়া জব্দকৃত মাছ মাদ্রাসায় এতিম ও গরীবদের মাঝে বিতরন করা হয়।
এছাড়াও তথ্যসূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ ৩নং মাছ ঘাটে বিএনপির নামধারী নেতা জামাল সহ আরও ৩ – ৪ জনের সিন্ডিকেট মিলে এই জাটকা মাছের ব্যবসা করে। জাটকা মাছ জব্দ হলেও, গ্রেফতার হয়না মূল সিন্ডিকেটের হোতারা। তদন্ত করে এই সিন্ডিকেটের মূল হোতাদের গ্রেফতার করা হোক।