সকাল নারায়ণগঞ্জঃ
আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপনের এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসংঠনের প্রধান কার্যালয়ে যুবলীগ নেতা জানে আলম বিপ্লবের সার্বিক পরিচালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফর রহমান স্বপন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা সকলে দোয়া করবেন। তিনি বাংলাদেশকে একটি গরীব রাষ্ট্র থেকে উন্নয়নশীল দেশ হিসেবে রূপান্তরিত করেছেন। বিগত সময়ে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালীন সময়ে আমার ইউনিয়নে যত উন্নয়নমূলক কাজ করেছি তা আপনারা সকলে দেখেছেন।
এর মাঝে কিছু অসমাপ্ত কাজ রয়েছে যা আমি বিজয়ী হলে অচিরেই সম্পূর্ন করা হবে। নৌকা হচ্ছে বঙ্গবন্ধু ও স্বাধীনতার প্রতিক। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিয়েছেন। আমাদের সকলের নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের জনপ্রিয় সাংসদ শামীম ওসমানের হাত ধরেই আগামী ২৬ তারিখের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফতুল্লা ইউনিয়ন পরিষদ উপহার স্বরুপ প্রদান করতে চাই। ইনশাআল্লাহ, আমরা অবশ্যই বিজয়ী হবো।
যুবলীগ নেতা জানে আলম বিপ্লব ভোটদের প্রতি আহবান জানিয়ে বলেন, আমরা আশাবাদী আপনারা সকলে আগামী ২৬ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যহৃত রাখবেন এবং আমাদের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপন ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।
এসময় পথ সভায় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শাহ নিজাম, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, জেলা পরিষদের সদস্য ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, আজমেরীবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল হক, আদর্শ চাষাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমান, সবুজবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ আব্দুল হক, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ শামসুল হক, সাধারন সম্পাদক মোঃ আমির হোসেন সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।