সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কুতুবপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-১১। শুক্রবার (১৫ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আনোয়ার হোসেন (৩৮) ও আরিফ হোসেন (২৭)। এসময় তাদের হেফাজত হতে ২৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ০.৫৫ গ্রাম হেরোইন, মাদক বিক্রয়ের নগদ ২১০০ টাকা, ছোরা ও লোহার রড উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কুতুবপুর এলাকার নূর মোহাম্মদ এর ছেলে ও অপর আসামী মোঃ আরিফ হোসেন পটুয়াখালী জেলার বাউফল থানাধীন ছিটকা এলাকার মৃত আজাহার আলীর ছেলে।
গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে বিভিন্ন অভিনয় কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও হেরোইন সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট ক্রয়-বিক্রয়, সরবরাহ এবং দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে জনসাধারণকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিল।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।